স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে স্বর্ণের চেইন ছিনতাইকালে ধরমন্ডল গ্রামের স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নাসিরনগর উপজেলার ধরমন্ডল দৌলতপুর গ্রামের শাহ আলমের স্ত্রী স্বপ্না আক্তার (২৫) ও নুর মিয়ার পুত্র শাহ আলম (৩০)। পুলিশ জানায়, শাহ আলম একজন পেশাদার চোর। সে তার স্ত্রীকে নিয়ে ওইদিন এক মহিলার চেইন ছিনতাইকালে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে সদর থানার একদল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ মামলা করেছে। গতকাল শনিবার বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com