দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ২০২০ ও ‘প্রবীণ কাহন’ প্রকাশনা উন্মোচন উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখা এক আলোচনা সভা সোসাইটির সভাপতি সাবেক যুগ্ম সচিব আলহাজ¦ অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরস্থ মহব্বত কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মেয়র মিজানুর রহমান মিজান, সমাজসেবার উপপরিচালক মোঃ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিন, সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট ফজলে আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা, ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও দি রোজেস কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমত আরা বেগম, হবিগঞ্জ সদর উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ডাঃ বশির আহমদ, ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল গণি প্রমূখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সেক্রেটারি সোস্যাল সার্ভিস আলহাজ¦ মোঃ সাজিদ আলী। গীতা পাঠ করেন সেক্রেটারি অ্যাডভোকেসী এন্ড পাবলিকেশন্স ভূপিকা রঞ্জন দাশ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উপকমিটির আহবায়ক শেখ বদর উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি জেনারেল ও প্রকাশনা উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ¦ মোশতাক আহমদ। বক্তব্য রাখের সোসাইটির সেক্রেটারি রিসোর্স ম্যানেজম্যান্ট আলহাজ¦ প্রফেসর মুজিবুর রহমান, সোসাইটির ফিন্যান্স সেক্রেটারি ও প্রতিষ্ঠাবার্ষিকীর যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রব, কানাডা প্রবাসী দেলোয়ার হোসেন, সোসাইটির সদস্য জাহানারা আফছর।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জী প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এছাড়াও তিনি সিনিয়র সিটিজেন্স সোসাইটিকে সরকারের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার আশ^াস দেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের সম্মানীয় মুরুব্বী। তারা বটবৃক্ষের মতো। বৃক্ষ যেমন আমাদের ছায়া দেয় তেমনি তারা আমাদের ছায়া দিয়ে রাখেন। তিনি দি সিনিয়র সিটিজেন্স সোসাইটিকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট ফজলুর রহমান প্রবীণ নাগরিকের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির যুগ্ম সম্পাদক আলহাজ¦ ফরিদ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com