স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাজিম উদ্দিন শামছুকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র মোঃ নাজিম উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী গণ্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। রিটার্নিং অফিসার, চুনারুঘাট পৌরসভা নির্বাচন ২০২১ ও জেলা নির্বাচন অফিসার হবিগঞ্জ বরাবরে দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেন ‘উপর্যুক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, চুনারুঘাট পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক প্রথমে মোঃ আব্দুল মান্নানকে মনোনয়ন দেয়া হয়। বর্তমানে এই সিদ্ধান্ত বাতিল করে মোঃ নাজিম উদ্দিনকে মনোনয়ন দেয়া হলো।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চুনারুঘাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করেছে। অপরদিকে শুক্রবার বিকেলে বিএনপি’র প্রার্থী হিসেবে পৌরসভার বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু’র নাম ঘোষণা করা হয়। সাথে সাথে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে প্রচার করা হয়। রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী পরিবর্তন করে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রুমনকে মনোনয়ন দেয়া হয়েছে মর্মে খবর প্রচারিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান এবং বিএনপির হাই কমান্ডকে অভিনন্দন জানিয়ে চুনারুঘাট শহরে মিছিল বের করেন। এদিকে এমন খবরে চুনারুঘাট পৌরবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কে বিএনপি’র প্রার্থী আব্দুল মান্নান রুমন না-কি নাজিম উদ্দিন শামছু। অবশেষে রিটার্নিং অফিসার, চুনারুঘাট পৌরসভা নির্বাচন ২০২১ ও জেলা নির্বাচন অফিসার হবিগঞ্জ বরাবরে দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর লিখিত পত্রে এ বিভ্রান্তির অবসান হলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com