স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত পুতুল বিবি (৭০) মারা গেছেন। গতকাল শনিবার সকালে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, ২৪ ডিসেম্বর উপজেলার বুল্লা বাজারে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন পুতুল বিবি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মারা যান। তিনি ওই গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী। সদর থানা পুলিশ সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com