স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে নবীগঞ্জ প্রেস ক্লাবের ২০২১ সালের নব-নির্বাচিত কমিটি ও সদস্যবৃন্দের মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ মহি উদ্দিন বলেন, সমাজের চোখ হিসাবে সাংবাদিকদের দায়িত্বশীল থেকে সত্য, ন্যায়নিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ তৈরী করে মানুষের কাছে পৌছে দিতে হবে। তিনি বলেন, উপজেলা প্রশাসন সকল সাংবাদিকের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com