স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা হোসাইনিয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এ কাজের আনুষ্ঠানিক শুরু করেন। এ উপজেলা মাদ্রাসা কমিটির সভাপতি ও সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাছির মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন- মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহ’র ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ। তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার সম্পর্ক। তিনি আরো বলেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ্ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ’র জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া, লাইট ব্যবস্থা করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ সওয়াব পেতে থাকবে দানকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, এখলাছ মিয়া, শেখ ফারুক মিয়া, নূরুল আমিন, ফিরোজ মিয়া, শেখ সেলিম, রবিন চৌধুরী মলু, ইমাম, মুয়াজ্জিন ও শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী। এর পূর্বে এমপি মজিদ খান শতমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com