হবিগঞ্জে খেলাফত আন্দোলনের সুধী সমাবেশ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশে আজ যিনা-ব্যভিচার, জুলুম-নির্যাতন, খুন-ধর্ষণের কারণে চরম দূরাবস্থা চলছে। অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষকের সাথে বিবাহ দিয়ে দেয়া কোন আইনি সমাধান হতে পারে না। এতে ধর্ষকরা অনৈতিক কাজে আরো উৎসাহ পাবে। এ ধরনের স্বেচ্ছাচারী ফায়সালা সঠিক বিচার ব্যবস্থার দৈন্যতার বহিঃপ্রকাশ। এ জটিল পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহ প্রদত্ত খেলাফত শাসন ব্যবস্থাই একমাত্র পথ। কেননা ইনসাফ ভিত্তিক খেলাফত শাসন ব্যবস্থাই পারে সকল ক্ষেত্রে দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। তাছাড়া ধর্মহীন রাজনীতি বা বিধর্মীদের আমদানী করা ফর্মূলা তন্ত্র-মন্ত্রের মাধ্যমে দেশে শান্তি বা জনগণের ন্যায্য অধিকারের আশা করা চরম বোকামী।
গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের বালিখাল বাইতুস সালাম মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা আমীর মাওলানা আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা জুনায়েদ আহমদ কাটখালী, মাওলানা হাকিম সিরাজুল ইসলাম, মাওলানা কাসিম বিল্লাহ নোমান, হাফেজ আশিকুর রহমান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা নাসির উদ্দিন ও আব্দুল মজিদ প্রমূখ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কখনো বরদাশত করবে না। সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, কোরআন সুন্নাহর পরিপূর্ন বাস্তব অনুশীলনের মাধ্যমে দেশে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরী সকল অপরাধ নির্মূল হবে।
সভায় মাওলানা আরিফ বিল্লাহকে সভাপতি ও মাওলানা জুনায়েদ আহমদ কাটখালীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি মাওলানা সাব্বির আহমদ, সহ-সভাপতি মাওলানা হাকিম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা মখলিসুর রহমান, সহ-সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, সহ প্রচার সম্পাদক হিফজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আমিনুল হক, বিচার আইন সম্পাদক মুফতি সুলতান মাহমুদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হক, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি আবু হুরায়রা, সমাজ কল্যান সম্পাদক কারী সালাহ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আলি হায়দার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা এখলাসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিয়ায়ূল হক, দফতর সম্পাদক মাওলানা আবুল হাসান, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল গাফ্ফার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com