গত ২০ ডিসেম্বর বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টারের (আখন্’জী নিবাস) বসবাসকারী স্কুল শিক্ষিকা আমিনা বেগম ও মরহুম আব্দুল বারী আখন্জীর কন্যা, মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট পন্ডিত আব্দুল করিম আখনজীর ভাতিজি ইঞ্জিনিয়ার সামান্তা আখনজী সূপর্নার সাথে লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকায় (মিনা কটেজ) বসবাসকারী মরহুম সামছুল ইসলাম ওরফে নাদির হোসাইন ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মিনারা খাতুনের পুত্র লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদের ছোট ভাই পুলিশ ইন্সপেক্টর সাইফুল আলম রোকনের বিবাহ গত ২০ ডিসেম্বর অনামিকা কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সুবিদপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান শ্রমিক নেতা সজীব আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বর কনের আত্মীয় স্বজনরা অংশগ্রহন করেন। আগত অতিথিদের স্বাগত জানান কনে সামান্তা আখনজী সূপর্নার বড় ভাই বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নায়হানুল বারী আখনজী। এদিকে ২২ ডিসেম্বর অনামিকা কমিউনিটি সেন্টারে বর সাইফুল আলম রোকনের পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামসহ সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও বর কনের আত্মীয় স্বজনরা অংশগ্রহন করেন। অতিথিদের স্বাগত জানান বরের বড় ভাই লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদসহ তার অন্যান্য ভাইয়েরা।