নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, ইমামবাড়ি বাজারের রাজু ট্রেডার্সের মালিক ক্ষিতিশ চন্দ্র রায় প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ভোরে এসে দোকানের সাঁটার খুলে চুরির আলামত দেখতে পান। পরে তিনি আশপাশের ব্যবসায়ীদের ডেকে এনে চুরির ঘটনা দেখান। তখন তারা দেখতে পান দোকানের পেছনের দরজা ভাঙ্গা। ধারণা করা হচ্ছে- রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
দোকান মালিকের ছেলে রাজু চন্দ্র রায় জানান, নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ইমামবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান হুমায়ূন কবির ও ডাঃ মজিবুর রহমান চৌধুরী জানান, এ ব্যাপারে আগামীকাল শনিবার বাজার কমিটিসহ ব্যবসায়ীদের নিয়ে তারা জরুরি বৈঠক করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com