স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা আরেক মাদক কারবারী পালিয়ে যায়। বুধবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল মিয়া এই অভিযান পরিচালনা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত আঃ ছালাম এর ছেলে আবেদ মিয়া (২৫)কে ৭০ পিস এবং একই গ্রামের মৃত সুরুক মিয়ার ছেলে কাদির মিয়া (২৩)কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের নুর আলম (২৫) পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে মামলা দায়ের করে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com