হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কাঁচামাল হাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ আব্দুর রশিদের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাড়ি উমেদনগর পূর্ব এলাকায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে কুলখানীর কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, মরহুমের আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কুলখানীতে অংশ নেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, বিশিষ্ট আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান, জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাসিম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক মফিজুর রহমান বাচ্চু, আনিছুর রহমান, কায়সার আহমেদ জনি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, কাউন্সিলর জুনায়েদ মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যকসের সভাপতি শামছুল হুদা, সাবেক সভাপতি শাবাজ মিয়া, তকাম্মুল হোসেন কামাল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি তদন্ত দোস্ত মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন ও তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া, জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুর রহমান ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, পৌর যুবলীগের আহ্বায়ক ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, আবুল কাশেম রুবেল, অ্যাডভোকেট খোকন, অ্যাডভোকেট সৈয়দ জাদিল, অ্যাডভোকেট আশিক, অ্যাডভোকেট ইয়ারুল, অ্যাডভোকট আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন শামীম, অ্যাডভোকেট গোলজার খান, শাহ আম্বর আলী প্রমূখ। কুলখানী অনুষ্ঠানে প্রায় ৭ হাজার লোকের সমাগম ঘটে। আগত অতিথিদের স্বাগত জানিয়ে আপ্যায়ন করেন মরহুমের ছোট ভাই শেখ আব্দুল হান্নান, শেখ মখলিছ মিয়া।
মোনাজাত করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি এম এ মজিদ পিরিজপুরী। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com