মোহাম্মদ শাহ আলম ॥ বানিয়াচঙ্গে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুদের ঝগড়া নিয়ে ওই গ্রামের মোহন মিয়া ও খাইরুল মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২০ জন আহত হন। আহতদের মধ্যে সহিবুর রহমান (২৮), রুজি আক্তার (১৭), মিলন বিবি (৪৫), আউয়াল মিয়া (৬৫), রশিদ মিয়া (৫০), মোহন মিয়া (২৫), খাইরুল আলম (২০), নীল বাদশা (৫০), সুবাইদ (১৫), নিলু (১৭), সাবাজ মিয়া (৪৫) ও লিজা আক্তারকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com