স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের বিল পরিশোধ না করায় হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ১১টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। গতকাল শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার এক ব্যক্তির ঘরের ভিতরে গ্যাস লাইন স্থাপন করে দেওয়াল নির্মাণ করায় তার লাইন কর্তন করা হয়েছে। দুপুরে গ্যাস অফিসের লোকজন এসে তার বাসার গ্যাস লাইন বিচ্ছিন্ন করেন। এসময় জালালাবাদ গ্যাস অফিসের কর্মকর্তা মুরাদ আহমেদ জানান এ পর্যন্ত শহরের ১১ জন গ্রাহকের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরোও জানান যাদের বিল বাকী রয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com