স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশ সদস্যের দাঁত ভেঙে ফেলার মামলায় প্রধান আসামি মানিক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মানিক মিয়া ভাদৈ গ্রামের লাল মিয়ার পুত্র। গতকাল রবিবার দুপুরে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে মানিক মিয়াসহ একদল লোক এলোপাতাড়ি পিটিয়ে পিবিআই’র পুলিশ কনস্টেবল আব্দুল আওয়ালের (৫০) দুটি দাঁত ভেঙ্গে ফেলে। এ ঘটনায় আওয়াল বাদি হয়ে থানায় মামলা করলে প্রায় ১ মাস পর পুলিশ মানিককে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com