স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে অনুষ্ঠিতব্য শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন জানিয়েছেন ৭ গ্রামবাসী। গ্রামগুলো হলো দাউদনগর, পূর্ব বাগুনীপাড়া, লেঞ্জাপাড়া, সুদিয়াখলা, নিজগাঁও, আলাপুর ও চরনুরআহম্মদ। রোববার (২০ ডিসেম্বর) রাতে রেল গেইটস্থ আতাউর রহমান মাসুক এর বাংলোর সামনে তৃণমূলের শত শত জনগণের উপস্থিতিতে বিশাল সভায় এ সমর্থন দেওয়া হয়। পৌষের প্রচন্ড শীত উপক্ষো করে এ সভায় সাত গ্রামের শত শত লোক অংশগ্রহণ করেন।
সাত গ্রামের ঐক্যের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবক আতাউর রহমান মাসুকের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর নির্বাচনে নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, সাতগ্রামের ঐক্যের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সার্জেন্ট আব্দুল আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি শংকর রায়, আব্দুল হক, পূর্ব লেঞ্জাপাড়ার আবুল কাশেম বিন হাসিম, পশ্চিম লেঞ্জাপাড়া আনজব আলী, চরনুর আহম্মদের আব্দুস শহীদ মহালদার, লেঞ্জাপাড়ার হারুনুর রশিদ, সুদিয়াখলার তৈয়ব আলী, পূর্ব বাগুনীপাড়ার ঝাড়– মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্যই জনগণ বার বার ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাচ্ছে। দেশজুড়ে উন্নয়ন। নৌকার পক্ষে গণজোয়ার।
আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই শায়েস্তাগঞ্জ ইউনিয়ন থেকে পৌরসভা, থানা ও সর্বশেষ উপজেলা হয়েছে। এ সরকারের বরাদ্দে শায়েস্তাগঞ্জের স্থানে স্থানে উন্নয়ন হচ্ছে।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মোঃ মাসুদউজ্জামান মাসুককে মেয়র নির্বাচন করার জন্য নৌকা প্রতীক দিয়েছেন। আমরা সবাই মিলে ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে চাই। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার তৈরী হয়েছে। এবার সম্মানীত সাতগ্রামবাসী নৌকাকে সমর্থন জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com