মোহাম্মদ শাহ আলম ॥ সিলেট-ঢাকা মহসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস ও মোটরসাইকলের সংঘর্ষের ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের (২৮) ও মাসুম (৩০)। এ ঘটনায় দক্ষিণ সুরমার বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে রশিদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চত করে বলেন, বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছে। গুরুতর আহতা একজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com