দৈনিক দেশ রূপান্তরের ২য় বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা
স্টাফ রিপোর্টার ॥ দেশের বহু জাতীয় দৈনিকের ভিড়ে মাত্র ২বছরে দেশ রূপান্তর পাঠকের মন কেড়ে নেওয়া সত্যিই অবিশ্বাস্য। এর পিছনে রয়েছে সঠিক সংবাদ পরিবেশন ও দুর্নীতির খবরকে প্রাধান্য দেওয়া। আজকাল বিশেষ রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দিতে গিয়ে পাঠক যখন খবরের পেছনে খবর খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই দেশ রূপান্তরের জন্ম। শত সীমাবদ্ধ থাকা সত্বেও জন্মলগ্ন থেকেই এই পত্রিকাটি তথ্যবহুল সংবাদ পরিবেশন করে কৌতুহলী পাঠকের মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক দেশ রূপান্তরের ৩য় বর্র্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, হবিগঞ্জ বারের সভাপতি আবুল মনসুর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বক্তারা বলেন, বর্তমান ইলেট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেই প্রিন্ট মিডিয়াকে বেঁচে থাকতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী। সাংবাদিক শাকিলা ববির উপস্থাপনায় অন্যান্যের বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার তবারক এ লস্কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ৭১ টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জ হকার্স সমিতির সভাপতি কামাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্ন পরিবেশ রাখার অবদানের জন্য মোঃ রায়হান ও রক্ত সংগ্রহ ও প্রায় ৫ শতাধিক স্বাভাবিক শিশু প্রসব করানোর প্রক্রিয়ায় অবদানের জন্য মেডিকেল এসিস্ট্যান্ট সানজানা সাঞ্জুকে দেশ রূপান্তরের প্রতিনিধি শোয়েব চৌধুরীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটেন।