স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোনে থাকার এক বছর পর অবশেষে গোপালগঞ্জ থেকে কথিত অপহৃত নিজাম উদ্দিনকে (৫০) উদ্ধার করেছে হবিগঞ্জ সিআইডি পুলিশ। পরে তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপহরণ নাটকের কথা বেরিয়ে আসে। সে মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র। গত বুধবার সিআইডির এসআই রঞ্জন চন্দ্র দেবনাথ নিজাম উদ্দিনকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরের একটি বাসা থেকে উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
সিআইডি পুলিশ জানায়, নিজাম উদ্দিনের সাথে তার চাচাতো ভাই জসিম উদ্দিন ও সজিব আহমেদের জমিজমা নিয়ে বিরোধ থাকায় চলতি বছরের ২৮ জানুয়ারি নিজাম উদ্দিন তাদেরকে ফাঁসানোর জন্য বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ করে রাখে। এ বিষয়ে তার স্ত্রী পারভীন আক্তার ৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে একটি অপহরণের মামলা করেন। মামলাটি সিআইডিতে প্রেরণ করা হলে দীর্ঘদিন তদন্ত করে কললিস্টের সূত্র ধরে জানতে পারে নিজাম উদ্দিন অপহরণ হয়নি। সে গোপালগঞ্জে আত্মগোপনে আছে। এরই প্রেক্ষিতে তাকে উদ্ধারে অভিযান চালায় সিআইডি পুলিশ। গত বুধবার সকালে তাকে উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com