চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক ছাত্রলীগ নেতাসহ তার পাঁচ ভাইকে মারধরের ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র জানায়, গত ৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলার চাঁটপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নান মেম্বারের ছেলে ও ৯নং রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিন মিয়াসহ তার পাঁচ ভাইকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই অলক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ চাঁটপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী দৌলত মিয়াকে গ্রেপ্তার করে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com