নুর উদ্দিন সুমন ॥ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মীর মো: ছানু মিয়া বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬২ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সবুজ মিয়া ঘুড়ি মার্কায় ২৪৪ ভোট পেয়েছেন। এছাড়া শেখ রাহিদ মিয়া মোরগ মার্কায় ২২৩ ভোট, মীর মো: মনছুর মিয়া তালা মার্কায় ২২১ ভোট, মীর আব্দাল মিয়া ফুটবল মার্কায় ১৪২ ভোট, মো: ভিংরাজ মিয়া আপেল মার্কায় ১২৫ ভোট ও মো: বাবরু মিয়া টিউবওয়েল মার্কায় ১২৪ ভোট পেয়েছেন। ভোট কাস্টিং হয়েছে ১ হাজার ৩শ’ ৫৬। বাতিল হয়েছে ১৫টি।
উল্লেখ্য, ৩নং ওয়ার্ডের মেম্বার আবিদুর রহমান তাহিরের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপ-নির্বাচনের জন্য গত ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস। কেউন্দা ও কাপুরিয়া গ্রাম নিয়ে এ ওয়ার্ডটি গঠিত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com