সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডস্থ আলম ফুড এর স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল আলম মামুনকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’২০ উদাযপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেট কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হলরুমে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারীর ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ আহসানুল হক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com