চুনারুঘা প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাইকপাড়া গ্রামে মোছাঃ শারমীন সুলতানা রিতা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকাল সাড়ে ৯টায় হলদিউড়া গ্রামের আব্দুল করিম সুমনের স্ত্রী মোছাঃ শারমীন সুলতানা রিতা স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে যাবার পর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রিতাকে পিটিয়ে কোমড় ও ডান হাত ভেঙে দেয়। স্থানীয় লোকজন রিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com