নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী নির্ধারণ করার লক্ষ্যে গতকাল নবীগঞ্জ থানা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে বিএনপির একক মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের গোন্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আশফাকুজ্জামান চৌধুরী নোমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা শ্রমিকদলের মুরশেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ডাঃ কামরুজ্জামান, জাহান আহমদ জাহার, জাহাঙ্গীর আলম, আবু ফজল, শাহীন আহমদ, আজিম উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি শাহেব আলী, আজিম উদ্দিন, সাবেক যুবদল নেতা এম জেড মামুন চৌধুরী, শেখ ফজল, যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া যুবদল নেতা আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, সাবেল আহমেদ, খালেদ আহমেদ, রুকন চৌধুরী, সাহেদ আহমেদ, শামীম আহমেদ, আফজল মিয়া, মুতাহের চৌধুরী, মোশাহিদ আহমেদ, রিপন আহমেদ, পাবলু আহমেদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আলমগীর হোসেন, উজ্জল মিয়া, রেদুয়ান চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সোহাগ চৌধুরী, ফেরদৌস হাসান অনিক, হুমায়ুন কবির, শ্যামলুজ্জামান শ্যামল, বদরুল আলম লিমন, ছাত্রদল নেতা মজিদ মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি রুফু উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী পৌরশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পরাণ আহমেদ ছানু, সাংগঠনিক সম্পাদক ওয়াসির মিয়া চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাউন্সিলর সুন্দর আলী, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেল আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী কনু, সহ-সভাপতি রফি উদ্দিন, সাধারণ সম্পাদক সমছু মিয়া, যুগ্ম সম্পাদক রনজিৎ চাকলাদার, সাংগঠনিক সম্পাদক সনজয় বনিক, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজন সরকার, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক সাগর মিয়া, সাংগঠনিক সম্পাদক নিতেশ দাশ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মাখন, সহ-সভাপতি রমিজ আলী, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল মিয়া খোকন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুর রহমান মালিক, সহ-সভাপতি আজিল চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী রাজন, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন চৌধুরী মকদ্দুছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম চৌধুরী,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন রফু, সহ-সভাপতি ছায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রসময় শীল, সহ-সভাপতি আফতাব আল মাহমুদ, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক নান্টু দাশ, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজ্বী সরাজ মিয়া তালুকদার, সহ-সভাপতি মাসুক মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ দিলাল মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের একক প্রার্থী হিসাবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী, ১ম যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল ইয়াছিনী, ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন কেন্দ্রের নির্দেশিত ফরমে সকল নেতাকর্মীর উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com