চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রথমবার অনুষ্ঠিত চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শপথবাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এই উপলক্ষে ব্যকসের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ চম্পক দাম, সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মোদাব্বির আলী, জেলা ব্যকসের সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা, ব্যবসায়ী হাফিজ্জামান বাদল, নির্বাচন কমিশনার প্রনয় পাল, কামরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী, চুনারুঘাট ব্যকসের আহবায়ক কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম সহ অনেকেই। এতে বক্তব্য রাখেন- চুনারুঘাট ব্যকসের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সালাম তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব ছিদ্দিকুুুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, যুগ্ম-সম্পাদক মীর ছায়েব আলী, শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক সহ চুনারুঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বের প্রথমবারের মত জাঁকজমকভাবে চুনারুঘাট ব্যকসের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com