কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কেএম শাহীনের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের শংকরের মুখ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের জিএস নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-প্রচার সম্পাদক ফয়সল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান, দপ্তর সম্পাদক কেএম শাহীন, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুম আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন আরিফ, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, শাহাজাহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এসএম কবির, মোঃ সেকুল আহম্মদ, উজ্জল বণিক, সোহান আহমেদ, মামুন, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শুভ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, মক্রমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাহির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুহিনুর কাজী সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ফয়সল আহমেদ, নজরুল চৌধুরী, শেখ এমরান উল্ল্যাহ, সোহাগ আহমেদ, লোকমান আহমেদ, আব্দুস সালাম, আব্দুর রহিম, এজাজ আহমেদ, মোজাহিদ আহমেদ, তোফাজ্জল হোসেন, আমির মিয়া, আসাদুজ্জামান, নিয়াজ আহমেদ, আব্দুল মতিন, সাগর আহমেদ, সাধন মিয়া, সমছু মিয়া, মোতালিব মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন- বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠি কর্মী ও রাজাকারের উত্তরসূরীরা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভেঙ্গে স্বাধীনতার চেতনায় আঘাত করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি