বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে আরোহন, হেলমেট পরিধান না করা এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় ১৯ মামলায় ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুখে মাস্কবিহীন লোকজনকে তৎক্ষনাৎ মাস্ক ক্রয় করে পরিধানে বাধ্য করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক ম-ল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com