এক্স-রে রুমের দরজায় লেডশীট ব্যবহার না করা, সেলাইয়ে ব্যবহৃত সুতা অন্যজনের সেলাইয়ে ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে তিতাস শিশু হাসপাতাল ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ অভিযান চালিয়ে এ দুটি প্রতিষ্ঠানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন-২০১৯ অনুযায়ী জরিমানা করেন।
মোবাইল কোর্ট সূত্র জানায়- তিতাস শিশু হাসপাতালে এক্স-রে রুমের দরজায় লেডশীট ব্যবহার না করা, কাগজপত্র আপডেট না থাকা, সেলাইয়ের কাজে ব্যবহৃত সুতা একাধিক ব্যক্তির সেলাই’র কাজে ব্যবহার করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড করা হয়। এছাড়া ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্র না থাকায় ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করে পুলিশ সদস্যবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com