স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে মহাসড়কের পাশে অবৈধভাবে পাথর ও বালু রাখার অপরাধে হবিগঞ্জের তাজুল ইসলাম নামে এক ঠিকাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
ঠিকাদার তাজুল ইসলাম বেশ কিছুদিন ধরে মহাসড়কের পাশে পাথর ও বালু রেখে নির্মাণ কাজ করছেন। এতে যান চলাচলে বাধাগ্রস্ত হয়ে প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com