চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
করোনার কারণে একদিনের এ বিজ্ঞান মেলায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি স্টল অংশ নেয়। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের মধ্য থেকে ৩টি স্টলকে বিজয়ী ও পুরস্কার প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com