বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের বহুল প্রত্যাশিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টায় সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মস্তোফা মিয়ার সঞ্চালনায় নির্বাচিত কমিটির উদ্যোগে সাধারণ পরিষদ এর ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কার্যকরি কমিটির নতুন ১১জন সদস্য মনোনীত করা হয়। এর আগে ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদ ছাড়া বিভিন্ন পদে ৬ন এবং ৩জন সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রেজাউল মোহিত খান। নির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ হলেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি মোঃ সাবাজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মস্তোফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ দিদারুল আলম বাবলু, ক্রীড়া ও প্রচার সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহির মিয়া, হাফেজ আব্দুল মুকিত ও মোঃ রবিউল আলম। মনোনীত সদস্যগণ হলেন হাজী আবু জাফর মিয়া, দয়াময় দেব, মোঃ জসিম উদ্দিন, মোঃ এনামুল হাসান, সেবুল জামাদার, আশিক মিয়া, আতাব আলী, আব্দুর রশিদ, নিখিল আচার্য, মোঃ জয়নাল মিয়া ও কামরুল হাসান।
উপদেষ্টা কমিটির সদস্যগণ হলেন আলহাজ্ব আব্দুল হান্নান আরজু (প্রধান উপদেষ্টা), অরুন চন্দ্র রায়, মোঃ জমশেদ উল্লাহ খান, আব্দুল জালাল, আব্দুল কদ্দুছ ঠাকুর, পদাধিকার বলে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান ও ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান।
পর্যবেক্ষকগণ হলেন গেদা উল্লাহ, মোঃ আজিজুর রহমান ও হাজী মোঃ কাজল মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com