পুত্রবধূ ও নাতীকে অপহরণের অভিযোগ এনে ট্রাইব্যুনালে প্রবাসীর মায়ের মামলা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর স্ত্রী ও তার ৩ বছর বয়সী ছেলেকে অপহরণের ২২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় পুত্রবধূ ও নাতীকে অপহরণের অভিযোগ এনে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন প্রবাসীর মা।
মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মুমিন মিয়ার ছেলে আব্দুল হান্নান বিয়ে করেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবু বক্কর মিয়ার মেয়ে মমিনা খাতুনকে। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। ৪ বছর পূর্বে জীবিকার তাগিদে আব্দুল হান্নান মালয়েশিয়া চলে যান।
গত ৪ নভেম্বর সকালে মোছাঃ মমিনা খাতুন তার ৩ বছরের ছেলে সাখাওয়াত হোসেন বাবুকে নিয়ে বিষ্ণুপুর গ্রামে তার মাকে দেখতে যাবার সময় বিষ্ণুপুর গ্রামের তাল্লুক চৌধুরীর ছেলে মোঃ জহিরুল ইসলাম সহ কয়েকজন জোরপূর্বক মমিনা ও তার ছেলেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। মামলায় আরো উল্লেখ করা হয়- জহিরুল ইসলাম মমিনা খাতুনের শাশুড়ি মোছাঃ হাছেনা বেগমকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় মোছাঃ হাছেনা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে ভিকটিম উদ্ধার সহ তদন্তক্রমে প্রতিবেদন দেয়ার আদেশ দেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করার জন্য কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল চৌধুরীকে দায়িত্ব দেন।
এ ব্যাপারে এসআই বাবুল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ভিকটিম উদ্ধারে আধুনিক সব প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com