স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা নারী ও মানব পাচারকারী চক্রের সদস্য জমির আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের দরবেশ আলীর পুত্র। গত বৃহস্পতিবার গভীররাতে সুজাতপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির গোয়ালঘর থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১৪ সালে মানব ও নারী পাচার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com