চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘আমরা বাপ দাদার ভিটে থাকতে চাই। আমাদেরকে বিতাড়িত করবেন না। এখান থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের তো আর কোন জমি জমা নেই। আমরা ভূমিহীন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের রক্ষা করুন।’ এমন আকুতি জানিয়েছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুর্গম এলাকা উত্তর কালীনগর গ্রামের শতাধিক ভূমিহীন পুরুষ মহিলা। শুক্রবার সকালে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব আকুতির কথা জানান তারা। ভূমিহীনদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল ১০টায় দেউন্দি-লালচান্দ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারী পুরুষসহ স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরাও যোগ দেয়। স্থানীয় একটি মহলের ইন্ধনে উত্তর কালিনগর গ্রামের শতাধিক পারিবারকে উচ্ছেদ করার পায়তারা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী জানান, প্রায় ১শ বছর ধরে ওই এলাকায় তারা বসবাস করছেন। ওই গ্রামে মসজিদসহ রয়েছে শতাধিক পরিবারের বসতি। ইতিমধ্যে ওই গ্রামের বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে। অথচ হঠাৎ করে এসব নিরীহ ভূমিহীন গ্রামবাসীদের উচ্ছেদের খবরে হতাশা আর আতংক দেখা দিয়েছে। শতবর্ষী মনছুব উল্লা জানান, দেশ স্বাধীনের পূর্ব থেকে এখানে বসবাস করছেন। তাদের বাপ-দাদার কবরস্থান এখানে বিদ্যমান। ১৯৯৪ সালে বিজ্ঞ আদালতের মাধ্যমে এখানে বসবাসের কথা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে ওই এলাকার বাসিন্দা মাওলানা কেএম আকছির জানিয়েছেন। অথচ একটি মহল তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে উঠে-পড়ে লেগেছে। এ বিষয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন ওই গ্রামের অসহায় ভূমিহীন পুরুষ মহিলারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com