স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথে হবিগঞ্জে দেখা দিয়েছে রোগ বালাই। গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক রোগী। এর মাঝে শিশু রোগীরাই বেশি এবং ইতোমধ্যে মারা গেছেন দুদু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। তিনি বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মোঘল মিয়ার পুত্র। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সারাদেশের ন্যায় হবিগঞ্জে শীত অনুভূত হচ্ছে। শহরে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও গ্রামাঞ্চলে কদিন আগে থেকে শীত পড়তে শুরু করেছে। ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত লোকজন ঠান্ডাজনিত রোগ যেমন, হাঁচি, কাশি, নিউমোনিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ঠান্ডাজনিত রোগীদের ভিড়ে তিল ধারনের ঠাঁই নেই। তবে চিকিৎসকরা এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com