স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালে সারা দেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একক প্রার্থী ছিল। সেই সময় কোন কোন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখিয়েছেন। আবার কোন কোন স্থানে স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখাতে পারেননি। এবার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ষ্ঠ নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল জনগণের ভালবাসায় সিক্ত হয়ে চমক দেখাতে চান। তাই সারোয়ার আলম শাকিল পুরো প্রস্তুতি নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে পৌর শহরের পাড়া-মহল্লায় প্রতিদিন গণসংযোগ করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। শনিবার (২১ নভেম্বর) সারাদিন ব্যাপি শহরের মহলুলসুনাম, জগন্নাথপুর, কলাপাড়া, বিরামচর এলাকায় গণসংযোগকালে প্রত্যেক ঘরে ঘরে ভোটারদের কাছে গিয়ে মূল্যবান ভোট, দোয়া ও আশীর্বাদসহ সহযোগিতা চেয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী তিনি। সুন্দর, সচেতন ও জবাবদিহিতামূলক আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৬ষ্ঠ নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী হয়েছেন শাকিল।
জগন্নাথপুর গ্রামের মুরুব্বী আব্দুল জব্বার জানান, নিজগ্রাম ও পৌরশহরের জনগণের আগ্রহে মেয়র পদে প্রার্থী হয়েছেন মোঃ সারোয়ার আলম শাকিল। তিনি পৌরশহরের ২নং ওয়ার্ডের দাউদনগর বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম এম.এ.মুক্তাদির মকুল এর ছেলে এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মরহুম এম.এ.মালেক এর নাতী। শহরের বিপদগ্রস্ত মানুষ যখনই তার কাছে যায়, তখনই শাকিল তাদেরকে বটবৃক্ষের মত ছায়া দেন। সুখে-দুঃখে মানুষের পাশে রয়েছেন তিনি। এবার পৌরবাসী দাবি তুলেছেন শাকিলকে নির্বাচিত করার জন্য। এলাকাবাসীর চাওয়ার মূল্যায়ন দিতে গিয়ে নির্বাচনে আসা। শাকিল মেয়র নির্বাচিত হলে সারা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে পাড়া-মহল্লায় উন্নয়নের জোয়ার বইবে। সেই কথা বিবেচনা করেই গ্রামবাসী মুরুব্বি, যুবক ও বন্ধুবান্ধবরা মিলে শাকিলকে স্বতন্ত্র মেয়র প্রার্থী করেছেন। জগন্নাথপুর গ্রামের যুবক শাহ হারুন মিয়া বলেন, সারোয়ার আলম শাকিল ২নং ওয়ার্ডের দাউদনগর বাজার এলাকার সবচেয়ে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য প্রার্থী। তাই আমরা তাঁর পক্ষে কাজ করছি।