চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল মুন্সি বাড়ির অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মুন্সী মোঃ বসির আহাম্মদ চৌধুরী টেনু মিয়ার জানাজার নামাজ শুক্রবার বাদ আছর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সামরিক মর্যাদা প্রদানের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবদুল হাই, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মুসল্লীরা অংশ নেন।
জানাজার পর সিলেট সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর একটি চৌকস দল সার্জেন্ট প্রয়াত টেনু মিয়াকে সামরিক সম্মাননা প্রদান করে।
টেনু মিয়া চৌধুরী শুক্রবার সকাল ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে একমাত্র সন্তান ও স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com