মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি বাজারে দুর্বৃত্তরা আজগর আলী নামে এক পাহারাদারকে কুপিয়ে রক্তাক্ত করেছে। পাহারাদারের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে তারা। শনিবার ভোররাতে মুড়াকরি বাজারে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত আজগর আলী মুড়াকরি গ্রামের হায়দার আলীর ছেলে।
এ ব্যাপারে মুড়াকরি বাজারের মোজাহিদ মিয়া বলেন, আজগর আলী বাজারের পাহারাদার। রাতে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি সিলেটে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পাহারাদারকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের ধরতে তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com