মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক জেনারেল এম এ রব বীরউত্তমের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শনিবার জেনারেল এম এ রব গবেষণা পরিষদ-হবিগঞ্জ এর উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাদ ফজর মরহুমের মাজার জিয়ারত, দিনব্যাপি আলোচনা সভা, কোরআন খানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আজীবন সদস্য ও সহ সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম নজরুল। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সফল সংগঠক, উজ্জ্বীবক আলহাজ্ব মুফতি কে এম এ ওয়াহাব নাঈমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১৯৭১ সালে হবিগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলার একমাত্র সরকারি বিদ্যাপীঠ বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ মামুনুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট এম. এ. এন. এম. শিবলী খায়ের ও অ্যাডভোকেট মোহাম্মাদ আবুল আজাদ। বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী ক্বারী মোহাম্মাদ আব্দুল কাইয়ুম, এ এস এন আব্দুল মায়িদ, মোহাম্মাদ তাজুল ইসলাম বুখারী, মোহাম্মাদ আব্দুল মালেক আক্তার, হাজী মোহাম্মাদ আবেদ আলী, মোহাম্মাদ আসাদুজ্জামান খান, মোহাম্মাদ মহররম আলী, মোহাম্মাদ আব্দুল মতলিব, ক্বারী মোহাম্মাদ ফারুখ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আরব আলী খাঁ, তানভীর আহমদ জুয়েল, মোহাম্মাদ আমজাদ হোসেন মেম্বার, মোহাম্মাদ হারুণ মিয়া আখন্দ, শিফা আক্তার, উম্মেফাতিমা জান্নাতুল ফিরদাউস, তামান্না আক্তার প্রমুখ। বক্তাগণ মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এম এ রব এর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান।