নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে টমটমযোগে মাছের বাক্সে বিশেষ পদ্ধতিতে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই এআই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো দেওরগাছ ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আকরামুল ইসলাম বাদল (১৯) ও আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আকাশ (২০)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।
চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, টমটমে মাছের বাক্সে বিশেষ পদ্ধতিতে ৬ কেজি গাঁজা পাচারকালে উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। টমটমটি আমুরোড হতে শায়েস্তাগঞ্জে যাচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আটক দুই মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com