সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংহগ্রামে উচ্চ বিদ্যালয় স্থাপনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুল আওয়াল তালুকদারের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিংহগ্রাম ও পূর্ব সিংহগ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বি লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মাসুকুর রহমান মাসুক, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সাবেক মেম্বার আজদু মিয়া, বুল্লা বাজার ব্যকস এর সাবেক সভাপতি বাদশা মিয়া, লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, করাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, কাজী মাহমুদুল হাসান, লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, হাজী জানে আলম, ইছা মিয়া চৌধুরী, মাওলানা আমিমুল এহসান মাসুম, সাবেক মেম্বার হারুনুর রশীদ, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, নুরুল আমীন চৌধুরী, ভেনু মিয়া ও ফিরোজ আলী প্রমুখ।
সভায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মরহুম হাজী মোঃ ইমাম বক্স সাহেবের পক্ষে অ্যাডভোকেট মোঃ মাহফুজ মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে ৯৫ শতাংশ জমি দান করার ঘোষণা দেন।
আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল তালুকদারকে সভাপতি করে গ্রামের বিশিষ্ট মুরুব্বিদের সমন্বয়ে উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।