স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪ নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তাঁদের ৪ জনের মধ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদক, মুকিত চৌধুরীকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, শেখ মোঃ মিছির আলীকে উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ও গাজী মোঃ শাহেদকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে অলংকৃত করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে হবিগঞ্জের উল্লেখিত ৪ নেতা যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের ছবি আপলোড করে অনেকেই তাঁদের অভিনন্দন জানাচ্ছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com