বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক আখনজী এনাম আতুকুড়া সরকারি প্রাথমিক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকালে সরকারের নতুন নীতিমালা অনুযায়ী স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান কমিটির সভাপতি শামছুল হক আখনজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাসসহ শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান। সর্বসম্মতিক্রমে এনামূল হক আখনজীকে সভাপতি মনোনীত করা হয়। এর আগে এনামূল হক আখনজী এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাসের সুপারিশে বিদ্যোতসাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে এনামূল হক আখনজী আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের অভিনন্দন জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com