গত ০৯ই নভেম্বর ২০২০ইং রোজ সোমবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় সংবাদ সম্মেলন করে সুধীর চন্দ্র কর গংরা চুনারুঘাট বাসুদেব মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রণয় কুমার পাল এবং সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব বাবু বিধান রঞ্জন পাল এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করে। ঐ কুচক্রি মহলটি ইতিপূর্বে ২০১৭ সালের ২৭ নভেম্বর রোজ সোমবার চুনারুঘাট বাসুদেব মন্দিরের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জের সবগুলো দৈনিক পত্রিকায় উত্থাপন করেছিল। এর প্রেক্ষিতে তখনও চুনারুঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছিল। উক্ত কুচক্রী মহলটি এই বৎসরও কোটি টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছে। উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত। ঐ কুচক্রী মহলটি বিগত ৪/৫ বৎসর যাবত চুনারুঘাটের সুনামধন্য প্রতিষ্ঠিত শ্রীশ্রী বাসুদেব মন্দিরটি ধ্বংসের পায়তারায় নেমেছে এবং উক্ত মন্দিরের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। চুনারুঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী বাসুদেব মন্দিরের পবিত্রতা রক্ষায় সদা জাগ্রত। আমরা চুনারুঘাট উপজেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীরা বাবু প্রণয় কুমার পাল ও বাবু বিধান রঞ্জন পালের বিরুদ্ধে উক্ত মিথ্যা ও মানহানীকর প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চুনারুঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে
১। শ্রী সুধাংশু মোহন দেব, ২। শ্রী ধীরেন্দ্র দেব, ৩। শ্রী রায় রঞ্জন পাল, ৪। শ্রী রাধামাধব দাস রানু, ৫। শ্রী প্রিয়ধন দাস, ৬। শ্রী মানিক দেব, ৭। শ্রী রতিশ দেব, ৮। শ্রী মানবেন্দ্র দেব, ৯। শ্রী নিধু পাল, ১০। শ্রী নৃপেন পাল, ১১। শ্রী সতীশ রঞ্জন দেব সত্য, ১২। শ্রী রানা চন্দ্র দেব, ১৩। শ্রী মনিলাল নাথ, ১৪। শ্রী নির্মল দেব, ১৫। শ্রী সিদ্ধার্থ আচার্য্য, ১৬। শ্রী দীবাংশু কর পিংকু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com