স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। গতকাল বুধবার এ বিষয়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এর আগে অবৈধ স্থাপনা সরাতে নোটিশ দেয়া হয়েছিল। এরপরও যারা অবৈধ স্থাপনা সরাননি তাদেরকে মাইকিং করে ফের সতর্ক করা হয়। গতকাল মাইকিংয়ের পর অনেকেই তাদের অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেন। গতকাল সরেজমিনে হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া, মাছুলিয়া, শায়েস্তানগর, কাকিয়ারআব্দা, পূর্ব ভাদৈ, মশাজান গোদারাঘাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে।
প্রসঙ্গত, ইতোমধ্যে কামড়াপুর ব্রীজ থেকে শায়েস্তানগর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব জায়গায় আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, কামড়াপুর ব্রীজ থেকে শুরু করে মশাজান গোদারাঘাট পর্যন্ত খোয়াই নদীর দুই পাশে যত অবৈধ স্থাপনা রয়েছে সবই উচ্ছেদ করা হবে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরানো হয়েছে অবৈধ স্থাপনা। এবারের অভিযানে কাউকেই ছাড় দেয়া হবে না এবং আজ থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাথে নিয়ে অভিযান চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com