হবিগঞ্জে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্র পালিত হয়েছে। এ উপলক্ষে দলটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চৌধুরী বাজারস্থ জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, জালাল উদ্দিন আহমেদ, কাজল আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, তালেব আলী, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, এমএ হান্নান, রইছ আলী, জুয়েল আহমেদ জীবন, মোঃ মুহিত মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল, মোঃ রাজু মিয়া, স্বপন মিয়া, আকবর মিয়া, নিজাম খান, সমছু মিয়া, জুয়েল খান, বিশ্বজিৎ চৌধুরী, বিধান রায় প্রমূখ।
সভাপতির বক্তব্যে জাপা কেন্দ্রীয় নেতা শংকর পাল বলেন- ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ৯০ এর ১০ নভেম্বর ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু আজও গণতন্ত্র পরিপূর্ণতা পায়নি। তিনি বলেন-সুষ্ঠু গণতন্ত্র ছাড়া দেশের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হবে না। দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন- দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে। আর এ পদ্ধতিতে দলীয় কর্মকান্ড পরিচালনা, কমিটি গঠন করতে হবে। এছাড়াও তিনি জেলার বিভিন্ন স্থানে যথাযথভাবে গণতন্ত্র দিবস পালন করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের অভিনন্দন জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com