বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে মহাসড়কের দ্বিগাম্বর বাজারের পূর্বদিকে হাজী মাদাম, মধ্য ভবানীপুর, দক্ষিণন ভবানীপুর ও আব্দানারায়ন গ্রামের সহ¯্রাধিক জনসাধারণের পূর্ব পূরুষ থেকে অদ্যাবধি পর্যন্ত ব্যবহারের রাস্তার পাশে পানি নিস্কাশনের জন্য ধরিয়াছড়া নামক ছড়াটির অধিকাংশ পাহাড়ি ঢলে উজান থেকে আসা পানির সাথে মাটি এসে ভরাট হয়ে যায়। ভরাট হওয়া ছড়াটিকে রাস্তা বানিয়ে উল্লেখিত গ্রামের লোকজন ছাড়াও বাইরের অনেক লোক শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে আসছেন। দক্ষিণে কিছু জায়গা দিয়ে ছড়াটি বর্তমানে প্রবাহমান রয়েছে। সম্প্রতি হাজী মাদাম গ্রামের মৃত কেতুকি রঞ্জন দেব এর পুত্র কাজল দেব, কংস দেব, মৃত শশী দেবনাথ এর পূত্র সুধির দেবনাথ ও মঞ্জু দেব ভরাট হয়ে যাওয়া ছড়ার জায়গাটিতে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করলে গ্রামবাসী বাধা প্রদান করেন। কিন্তু তারা কোনো বাধা না মেনে উল্টো মিথ্যে মামলা দিয়ে উল্লেখিত গ্রামের লোকদের আতঙ্কিত করার চেষ্টা করলে গতকাল মঙ্গলবার হাজী মাদাম গ্রামের মৃত আব্দুর নুরের পুত্র মোঃ হাবিবুর রহমান বিলাত বাদী হয়ে উল্লেখিত ৪ জন সহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ এর আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৭৫৬/২০)। বিজ্ঞ আদালত এলাকায় শান্তি শৃংখলা রক্ষা করতে অফিসার ইনচার্জ বাহুবল ও বিষয়টি সরজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাহুবলকে আদেশ প্রদান করেন। বিষয়টি নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com