বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন ১০ নভেম্বর। এ দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করা হয়। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা শ্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন শহীদ হন। এর পর হতে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগ গতকাল সন্ধ্যায় রেডক্রিসেন্ট ভবনে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক ও ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহ দরাজ, আলম মিয়া, সবুজ আহমেদ, শাহ বাহার, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ নোমান, সাইফুল ইসলাম, পৌর যুবলীগের উজ্জল আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com