স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সামছু উদ্দিনের বিরুদ্ধে মসজিদের মাছ চুরির মামলায় সাজা পরোয়ানা থাকায় তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল ৮ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক-১ আদালতের বিচারক আছমা আক্তার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ওই গ্রামের মৃত ইয়ান উদ্দিনের ছেলে সামছু ও তার এক ভাই তেতৈয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরি করে নিয়ে যান। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি ইদ্রিছ আলী বাদি হয়ে সামছু ও তার ভাইকে আসামি করে মামলা করেন সদর থানায়। সাক্ষ্য প্রমাণ শেষে সামছুকে দোষী সাব্যস্থ করে বিজ্ঞ বিচারক তাকে ৯ মাসের কারাদন্ডে দন্ডিত করেন। পরবর্তীতে সামছু চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজার বিরুদ্ধে আপিল করেন। সেখানেও সাজা বহাল রাখা হয়। এরপর জেলা ও দায়রা জজ আদালতে সাজার বিরুদ্ধে রিভিশন দায়ের করেন। সেখানেও সাজা বহাল রাখা হয়। এরপর থেকে সামছু ১ বছর আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের তাড়া খেয়ে অবশেষে গত ৮ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com