স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার কাওছার আহমেদ নামের এক ব্যবসায়ীর একটি ডিসকভার মোটর সাইকেল বাসার ভেতর থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল শনিবার হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে কলাপসিবল গেইটের ভেতর মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে দেখেন প্রধান গেইট ও কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে চোরেরা তার ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল নিয়ে গেছে। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মোটর সাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com