স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিরীহ মহিলার জমি থেকে কয়েক প্রজাতির গাছ কেটে নিয়েছেন ইউপি সদস্য ও তার লোকজন। এসময় জমির মালিক সামিনা আক্তারকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রহমান মারা যাওয়ার পূর্বে তার কন্যা সামিনা আক্তারকে সাড়ে ৩১ শতক চারা জমি বুঝিয়ে দিয়ে যান। পরে ওই জমির উপর কুনজর পড়ে একই এলাকার ইউপি সদস্য মৃত জমির আলীর পুত্র আব্দুল আউয়ালের। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই জায়গা হাতিয়ে নেয়ার চেষ্টা চালায়। এরপর ২০১৯ সালের ২৯শে মে সামিনা আক্তার বাদী হয়ে হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। যার নং ৬৮৮/১৯। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এর জেরে গতকাল শনিবার দুপুরে আব্দুল আউয়ালসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামিনা আক্তারের জমিতে গিয়ে জোরপূর্বক আকাশী, কড়ই, বাঁশসহ বেশ কিছু গাছ কেটে নিয়ে যায়। এসময় সামিনা বাধা দিলে তাকে অতর্কিত পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com